মুন্সীগঞ্জ প্রতিবেদক
মুন্সিগঞ্জের শ্রীনগরে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাক চাপায় এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এক যুবক মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। দুর্ঘটনার পর তার দ্রæত পালিয়ে যাওয়ায় যুবককে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-দোহার সড়কের শ্রীনগর উপজেলার কাঁমারগাও আইডিয়াল স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
স্বর্ণা আক্তার (১৭) দোহার উপজেলার পদ্মা কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্রী এবং দোহার উপজেলার মোকসেদপুর গ্রামের সেকান্দার খালাসির মেয়ে।
জানা গেছে, এক যুবকের মোটরসাইকেলের পিছনে বসে দোহারের দিকে যাচ্ছিলেন ও ছাত্রী। সকাল সাড়ে ১০টার দিকে শ্রীনগর উপজেলার কাঁমারগাও আইডিয়াল স্কুলের সামনে পৌঁছালে মোটরসাইকেলের পিছন থেকে ছিটকে পড়েন স্বর্ণা আক্তার। এ সময় পিছনে থাকা একটি ট্রাকের চাকার নীচে পিষ্ট হয়ে স্বর্ণা আক্তারের মাথা থেতলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর ট্রাকটি দোহারের দিকে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় স্বর্ণা মারা গেলেও মোটরসাইকেল চালক যুবক লাশ রেখে দ্রুত পালিয়ে যায়। স্বর্ণার সহপাঠিরা বলেন, ওই যুবকের সঙ্গে স্বর্ণার সখ্যতা ছিল। কিন্তু তারা ওই যুবকের নাম পরিচয় জানেন না ।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ট্রাক ও মোটরসাইকেল চালক যুবককে খোঁজে বের করার চেষ্টা চলছে।