বিনোদন প্রতিবেদক
গুণী অভিনেতা আহমেদ রুবেলকে দাফন করা হবে নিজ শহর গাজীপুরের পারিবারিক কবরস্থানে। অভিনেতার পরিবার ও সহকর্মীদের সূত্রে এ তথ্য জানা গেছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একেডেমী প্রাঙ্গনে শেষ শ্রদ্ধা জানানো শেষে লাশ নেওয়া হবে গাজীপুরে।
আহমেদ রুবেলের জন্ম চাঁপাইনবাবগঞ্জে। বাবা অধ্যাপক আয়েশ উদ্দিনের কর্মস্থানসূত্রে শৈশব ও বড় হওয়া গাজীপুরে। পরবর্তীতে তার পরিবার গাজীপুরেই স্থায়ী হয়।
এর আগে বুধবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের স্টার সিনেপ্লেক্সে ‘পেয়ারার সুবাস’ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে গিয়ে গাড়ি থেকে নামতেই পড়ে যান রুবেল। দ্রæত নেওয়া হয় স্কয়ার হাসপাতালে। কিন্তু ততক্ষণে তিনি আর নেই। সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে হাসপাতাল কর্তৃপক্ষ ঘোষণা করেন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন দেশের গুণী শিল্পী আহমেদ রুবেল। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সাংস্কৃতিক অঙ্গনে।