গাজীপুর প্রতিবেদক
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকান্ডে একটি বাইড়র ২৫টি কক্ষ পুড়ে গেছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ভবানীপুর এলাকায় ঈমান আলী আকন হাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। আগুনে কক্ষের আসবাবপত্র, স্বর্ণ অলঙ্কার, নগদ অর্থ ও জমির মূল্যবান কাগজপত্রসহ প্রায় কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে।
বাড়ির মালিক ঈমান আলী জানান, বিকেল ৩টার দিকে রান্নার সময় এক ভাড়াটিয়ার কক্ষে সিলিন্ডার বিষ্ফোরন হলে ঘরে আগুন ধরে যায়। পরে আগুন ২৫টি কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাজেন্দ্রপুর মর্ডান ফায়ার সার্ভিস এবং শ্রীপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এসে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই ওইসব কক্ষের যাবতীয় মালামাল পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহবুব আলম জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।