গাজীপুর প্রতিবেদক
গাজীপুর চালককে হত্যা করে ব্যাটারী চালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে মহানগরীর পূবাইল থানার বিন্দান এলাকার বাদুড়তলা-উলুখোলা সড়কের পাশের একটি বিল থেকে অটো চালকের লাশটি উদ্ধার করা হয়।
নিহত অটোচালকের নাম মো. জয়নাল আবেদীন (৬০)। তার বাড়ি শেরপুরের ঝিনাইগাতি উপজেলার কোনাগাঁও গ্রামে। পরিবার নিয়ে তিনি টঙ্গীর দত্তপাড়া এলাকায় ভাড়া ভাড়া থাকতেন।
পূবাইল থানার ওসি মো. কামরুজ্জামান জানান, পথচারীদের কাছ থেকে খবর পেয়ে সকাল ৭টার দিকে অজ্ঞাত হিসেবে লাশটি উদ্ধার করা হয়। দুপুরে স্বজনরা গাজীপুর মর্গে গিয়ে লাশ সনাক্ত করেন।
তিনি আরো জানান, শুক্রবার সকালে অটো নিয়ে বের হয়ে রাতে বাসায় ফিরেননি জয়নাল আবেদীন। অটোরিকশাটিও পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে যাত্রীবেশে উঠে চালককে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।