মনোহর যোশী
আন্তর্জাতিক ডেস্ক
হৃদরোগে আক্রান্ত ভারতের মহারাষ্ট্র রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মনোহর যোশী মারা গেছেন। শুক্রবার ভোরে মুম্বাইয়ের একটি হাসপাতালে ৮৬ বছর বয়সে মারা যান তিনি। আজ দুপুরেই মুম্বাইয়ের দাদারের শিবাজি পার্কে যোশীর শেষকৃত্য সম্পন্ন হবে।
শুক্রবার ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী বুধবার হৃদরোগে আক্রান্ত মনোহর যোশী। দ্রæত তাকে মুম্বাইয়ের পিডি হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়।
এনডিটিভি তথ্য অনুযায়ী, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএস সদস্য হিসাবে যোশীর রাজনৈতিক জীবনের শুরু হয়। ৮০-র দশকে তিনি মহারাষ্ট্রে বালাসাহেব ঠাকরের দল শিবসেনায় যোগ দেন। দ্রæত উঠে আসেন দলের শীর্ষ সারিতে। শিবসেনা থেকে প্রথম মুখ্যমন্ত্রী হন তিনি। ১৯৯৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে ছিলেন তিনি। পরে মুম্বই উত্তর-মধ্য আসন থেকে সাংসদ নির্বাচিত হন। অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালে ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত লোকসভার স্পিকারও ছিলেন তিনি।
১৯৩৭ সালের ২ ডিসেম্বর মহারাষ্ট্রের রায়গড় জেলার নান্দভিতে জন্মগ্রহণ করেন মনোহর যোশী। মুম্বাইয়ের কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি।
ব্যক্তি জীবনে তিনি অনাঘা মনোহর যোশীকে বিয়ে করেছিলেন। তিনি ২০২০ সালে ৭৫ বছর বয়সে মারা যান। তিনি এক ছেলে এবং দুই মেয়ের রেখে গেছেন।